কলকাতা, ১০ ডিসেম্বর : “পশ্চিমবঙ্গে অবিলম্বে এএফএসপিএ দরকার, রাষ্ট্রপতির শাসন নয়।” নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং অমিত শাহর অফিসের এক্স হ্যান্ডলকে যুক্ত করে এই মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন অর্থাৎ আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ারস অ্যাক্ট (এএফএসপিএ)
নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। মঙ্গলবার তথাগতবাবু লিখেছেন, “ভয়ঙ্কর বাংলাদেশী ইসলামী সন্ত্রাসী সংগঠন হিজবুত তাহরীর পশ্চিমবঙ্গে তাদের জাল বিস্তার করছে বলে জানা গেছে। এই ধরনের পোশাকের সবচেয়ে বড় বন্ধু হল 'ধর্মনিরপেক্ষ' বাঙালি হিন্দু। পশ্চিমবঙ্গে অবিলম্বে এএফএসপিএ দরকার, রাষ্ট্রপতির শাসন নয়।”