West Bengal

1 week ago

Dakshin Dinajpur Accident: দক্ষিণ দিনাজপুরে জলাশয়ে ট্রাক্টর উল্টে মৃত দুই

Accident
Accident

 

দক্ষিণ দিনাজপুর, ১১ ডিসেম্বর : দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত জামডাঙ্গী মোড় এলাকায় মঙ্গলবার রাতে একটি পথ দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার এই ঘটনা সম্পর্কে জানা গেছে।

জানা যাচ্ছে, ট্রাক্টর মেরামত করে বাড়ি ফেরার সময় কুয়াশার কারণে দেখতে না পেয়ে ট্রাক্টরটি জলাশয়ে উল্টে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। গঙ্গারামপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই যুবকের নাম আল আমিন হোসেন (১৮) ও মফিকুল হোসেন (১৪)।

স্থানীয় বাসিন্দারা জানান, তাদের ট্রাক্টরটিতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। তাই সেটা মেরামত করতে গঙ্গারামপুর গিয়েছিল এবং মেরামত করে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার সময় গঙ্গারামপুর থানার অন্তর্গত জামডাঙ্গী মোড়ে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় ট্রাক্টরটি জলাশয়ে উল্টে যায়। ঘটনার পর অনেক চেষ্টা করেও দুই যুবককে বাঁচাতে পারেনি স্থানীয় বাসিন্দারা। এরপর জেসিবি এনে ট্রাক্টরটি জল থেকে তোলা হয়। ট্রাক্টরের নিচে চাপা পড়ে মৃত্যু হয় দুই যুবকের।

You might also like!