
লখীসরাই, ৬ নভেম্বর : সকাল সকাল নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন বিজেপি নেতা তথা বিহারের উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা। বৃহস্পতিবার সকালে বাড়িতে পুজো দেওয়ার পর সোজা ভোট কেন্দ্রে যান বিজয় কুমার সিনহা। ভোট দেওয়ার আগে তিনি বলেন, "আমিও নিজের ভোট দিতে যাচ্ছি। বিহারের প্রত্যেকেরই নিজেদের ভোট দেওয়ার সুযোগ আছে। আমি প্রতিটি বিহারিকে বাইরে এসে বিপুল সংখ্যায় ভোট দেওয়ার জন্য আবেদন করছি। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে, আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই।"
পরে ভোট দেওয়ার পর বিজয় কুমার সিনহা বলেন, "আমরাও গণতন্ত্রের মহা উৎসবে অংশগ্রহণ করেছি। আমাদের ভোটের মাধ্যমে, আমরা দেশের প্রধানমন্ত্রী এবং বিহারের মুখ্যমন্ত্রী নির্বাচন করি। বিহারীরা গর্বিত হবে এবং আজ বিহার তাদের থেকে মুক্ত হবে যারা বিহারীদের উপর নির্যাতন করে, যারা অরাজকতা, জঙ্গলরাজ এবং গুন্ডা রাজ নিয়ে আসে। রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব উভয়ই সহানুভূতির রাজনীতি করছেন। তাঁদের নিজস্ব পরিচয়ের অভাব রয়েছে। তাঁরা নিজেদের বাবা-মা এবং তাঁদের পরিবারের অর্জনের উপর ভিত্তি করে রাজনীতি করছে।"
