কলকাতা, ৯ ডিসেম্বর : অবশেষে সুখবর শোনালো আলিপুর আবহাওয়ার দফতর। ১১ ডিসেম্বর, বুধবার থেকেই পারদ-পতনের সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বুধবারের পর থেকেই ধীরে ধীরে নামবে তাপমাত্রার পারদ। দার্জিলিঙে আগামী কয়েক দিন আবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাপমাত্রার বিশেষ কোনও তারতম্য না হলেও, বুধবারের পর থেকেই কমবে তাপমাত্রা। কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে তাপমাত্রা হ্রাসের সম্ভাবনার কথা জানানো হয়েছে। জাঁকিয়ে শীত পড়তে পারে পশ্চিমের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা হ্রাসের সম্ভাবনার কথা জানানো হয়েছে।