নদীয়া, ১০ ডিসেম্বর : ট্রেনের তলায় মোটরবাইক! ছিন্ন-ভিন্ন দেহ, মঙ্গলবার সকালেই এই মর্মান্তিক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল নদীয়া জেলার শান্তিপুরে। দুর্ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত গোবিন্দপুর কালীবাড়ি এলাকায়। জানা গিয়েছে, শান্তিপুর স্টেশন থেকে একটি লোকাল ট্রেন কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। গোবিন্দপুর কালীবাড়ির সংলগ্ন রেলগেট পার হয়ে যখন ট্রেনটি এগিয়ে যায় তখনই ঘটে দুর্ঘটনাটি। মোটরবাইক নিয়ে আচমকাই ওই লোকাল ট্রেনের তলায় পড়ে যায় এক ব্যক্তি। যার ফলে মৃত্যু হয় তাঁর। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শঙ্কর রায় (৪৫)। পেশায় তিনি কাপড়ের ব্যবসায়ী।