kolkata

1 week ago

Weather forecast of Bengal: জাঁকিয়ে শীতের আশা; পারদ নিম্নমুখী কলকাতায়, কুয়াশারও সতর্কতা

kolkata weather
kolkata weather

 

কলকাতা, ১২ ডিসেম্বর : অবশেষে জাঁকিয়ে শীতের আশা কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গেই। উত্তুরে হাওয়ার সৌজন্যে তাপমাত্রা হ্রাসের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার ফের কলকাতায় নামল তাপমাত্রা। কিছুটা কমে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াসে। এই পারদ-পতনের পর বৃহস্পতিবারই এই মরসুমের শীতলতম দিন।

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই ঘন কুয়াশার সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফত। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের চার জেলায় কুয়াশার সম্ভাবনার কথা জানানো হয়েছে। কুয়াশার চাদরে ঢাকবে দক্ষিণবঙ্গের তিন জেলাও। আগামী দু’দিনে পাল্লা দিয়ে কমবে রাতের তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, চলতি সপ্তাহের শেষে ১৫ ডিগ্রি ছুঁয়ে ফেলবে কলকাতার পারদ। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রির নীচেও নেমে যেতে পারে।

আপাতত রাজ্যের সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। সকালের দিকে ঘন কুয়াশার চাদর থাকতে পারে বঙ্গের সাত জেলায়। তবে কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ঘন কুয়াশার দাপট থাকবে মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। কমতে পারে দৃশ্যমানতাও। পাশাপাশি, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমানেও দু’-এক জায়গায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।

You might also like!