Game

3 hours ago

ICC Champions Trophy2025: ভারতের চ্যাম্পিয়নস ট্রফি জয়ে 'হিংসায় জ্বলছে' পাকিস্তান? ফাইনালে এলেন না PCB-র কেউ!চরমে বিতর্ক

ICC Champions Trophy2025
ICC Champions Trophy2025

 

 দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে একজনও প্রতিনিধি না পাঠানোর জন্য তীব্র সমালোচনার মুখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মুখে পড়েছে। ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে ভারত শিরোপা জয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চে আইসিসি চেয়ারম্যান জয় শাহ, ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআই-এর সভাপতি রজার বিনি এবং সচিব দেবজিৎ সাইকিয়া এবং নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) পরিচালক রজার টোয়েস মঞ্চে উপস্থিত থাকলেও আয়োজক দেশ হিসেবে অনুপস্থিত ছিল পাকিস্তান। তাই পিসিবি-র ভূমিকা এবং এই ঘটনার কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতার।

আইসিসি-র চেয়ারম্যান জয় শাহ, বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি এবং সচিব দেবজিৎ সইকিয়া উপস্থিত ছিলেন পুরস্কার প্রদানের অনুষ্ঠানে। তাঁদের সঙ্গে ছিলেন নিউ জ়িল্যান্ডের ক্রিকেট বোর্ডের ডিরেক্টর রজার টোয়স। এই চারজনই ক্রিকেটারদের হাতে ট্রফি এবং বাকি পুরস্কার তুলে দেন। আয়োজক দেশ হয়েও পিসিবি-র পক্ষ থেকে কেউ উপস্থিত না থাকায় ক্ষুব্ধ ও হতবাক শোয়েব আখতার।

তিনি নিজের এক্স হ্যান্ডলে বলেন, ‘ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করেছি। টুর্নামেন্টের আয়োজক দেশ পাকিস্তান। কিন্তু পিসিবি-র কোনও সদস্য উপস্থিত ছিলেন না পুরস্কার প্রদান অনুষ্ঠানে। কেন হলো এমন? তা ভাবার মতো বিষয়। বিশ্ব ক্রিকেটের মঞ্চে এমন ঘটনায় আমি খুবই হতাশ।’

পিসিবি-র চেয়ারম্যান মহসিন নকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। এক রিপোর্টে জানা গিয়েছে, অন্য কাজে ব্যস্ত থাকায় তিনি উপস্থিত থাকতে পারেননি। আইসিসি-কে তিনি জানিয়েছেন, ইসলামাবাদের সংসদে একটি জয়েন্ট সেশনে ছিলেন।

তবে আইসিসি-র ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। কারণ, পুরস্কার দেওয়ার মঞ্চে কারা থাকবেন, সেটা নির্ধারণ করে আইসিসি। পিসিবি-র চিফ অপারেটিং অফিসার সুমায়ের আহমেদ দুবাইতে থাকলেও কেন তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি, সেই প্রশ্নও তুলেছেন অনেকেই।

You might also like!