kolkata

6 hours ago

Tribute to prominent Bengali leader:অন্নদাপ্রসাদ চক্রবর্তীকে শ্রদ্ধা সুকান্ত মজুমদারের

Sukanta Majumdar tribute to Annadaprasad Chakraborty
Sukanta Majumdar tribute to Annadaprasad Chakraborty

 

কলকাতা, ১৩ আগস্ট : স্বাধীনতা সংগ্রামী ও নেতাজি সুভাষচন্দ্র বসুর ঘনিষ্ঠ সহযোগী অন্নদাপ্রসাদ চক্রবর্তীকে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

বুধবার সুকান্তবাবু এক্সবার্তায় লিখেছেন, “তাঁর প্রয়াণ দিবসে জানাই আমার বিনম্র শ্রদ্ধার্ঘ্য ও প্রণাম। বিপ্লবী কর্মযজ্ঞের পাশাপাশি সমাজসেবা, সাহিত্যচর্চা ও আধ্যাত্মিক সাধনায় সমানভাবে নিবেদিতপ্রাণ ছিলেন তিনি।

নেতাজি সুভাষচন্দ্র বসুর মহানিষ্ক্রমণের পর তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং স্বামী অসীমানন্দ সরস্বতী নামে পরিচিত হন।”

You might also like!