Breaking News
 
Diljit Dosanji :সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার দিলজিৎ? অমিতাভকে প্রণাম করার পর কেন হুমকির মুখে পড়লেন গায়ক? Tamannaah Bhatia:তামান্না ভাটিয়ার অবাক করা স্বীকারোক্তি: 'ত্রিশের আগেই ছুটি নিতাম...', কী কারণে ভেস্তে গেল সেই সিদ্ধান্ত? Deepika Padukone:কল্কি ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ দীপিকা? প্রধান ছবি ও প্রিক্যুয়েল, কোথাও নেই নায়িকা! জল্পনা তুঙ্গে Vidya Balan-Enrique Iglesias: ২০ বছর আগে কোন কনসার্টে গিয়েছিলেন বিদ্যা? এক রাতের স্মৃতি কীভাবে নায়িকার জীবন বদলে দিল Aaradhya Bachchan and Navya Naveli Nanda: নভেলি নন, নব্যার জীবনে আরাধ্যা: মামাতো বোনের সঙ্গে তার মিষ্টি সম্পর্ক কেমন? Sohini Sarkar: ‘মা হব না’ মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া, কীভাবে মা হতে চান তা খোলাখুলি জানালেন সোহিনী

 

Entertainment

2 months ago

Dev and Shubhasree temple visit:‘ধূমকেতু’ মুক্তির আগে একসঙ্গে দেব-শুভশ্রী, আশীর্বাদের খোঁজে বড়মার দ্বারে ‘প্রাক্তন’ জুটি

Dev-Shubhasree before Dhoomketu release
Dev-Shubhasree before Dhoomketu release

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরই প্রেক্ষাগৃহে আসছে দেব-শুভশ্রীর বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। এই ছবিকে ঘিরে দীর্ঘদিন ধরে উচ্ছ্বাস আর আগ্রহ জমে ছিল দর্শকমহলে, বিশেষ করে দেব ও শুভশ্রীর অনুরাগীদের মধ্যে। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। মুক্তির আগে বুধবার নৈহাটির বড়মার মন্দিরে আশীর্বাদ নিতে হাজির হচ্ছেন এই জনপ্রিয় জুটি। আবারও কি এক ফ্রেমে ধরা দেবেন তারা? সবটাই নির্ভর করছে ইচ্ছাময়ী বড়মার আশীর্বাদের ওপর।

৪ আগস্ট ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে প্রথমবার এই ছবির প্রচারে একসঙ্গে ধরা দেন দেব ও শুভশ্রী। ‘ধূমকেতু’র হিট গানের সঙ্গে হাসিমুখে দু’জন প্রবেশ করেন এদিন মঞ্চে। সৌজন্য বিনিময়, আলাপচারিতায় মেতে উঠলেন তাঁরা দু’জন। নজরুল মঞ্চ তখন কানায় কানায় পূর্ণ স্বপ্নের জুটিকে ফের একবার একসঙ্গে দেখার জন্য। অনুরাগীদের সেই স্বপ্ন পূরণ হল। একইসঙ্গে আরও একবার এদিন এই অনুষ্ঠানের মঞ্চ থেকে একসঙ্গে কাজ করার ইঙ্গিত জোরালো করেছিলেন ‘প্রাক্তন এই জুটি’। নজরুল মঞ্চের কানায় কানায় পূর্ণ প্রেক্ষাগৃহে সেদিন উপচে পড়েছে পছন্দের জুটিকে দেখার, ফিরে পাওয়ার উন্মাদনা। আর তাঁরাও ঠিক সেই আগের মতোই এলেন, দেখলেন, জয় করলেন। সময় যেন থমকে দাঁড়িয়ে গেল এদিন নজরুল মঞ্চের প্রেক্ষাগৃহের অন্দরে।
‘ধূমকেতু’ ছবিটি শুধুই একটি ছবি নয়। এই ছবি যেন বাংলা ছবির এক আবেগ। বিশেষ করে দেব ও শুভশ্রীর অনুরাগীদের কাছে। কারণ এই জুটির একসঙ্গে এটিই শেষ অভিনীত ছবি। টলিউডের এই জুটির বিচ্ছেদের ঘটনায় মন ভেঙেছিল তাঁদের অনুরাগীদের। এই ছবি যেন তাঁদের ক্ষততে প্রলেপ দেবে। ২০২৪ সালের শেষে মুক্তি পেয়েছিল দেব ও শুভশ্রীর ছবি ‘সন্তান’ ও ‘খাদান’। প্রযোজক রানা সরকার ঘোষণা করেছিলেন দেব ও শুভশ্রী দুজনেরই দুটি ছবি যদি দর্শক দেখেন ও ছবি হিট করান তাহলে অবশ্যই ‘ধূমকেতু’ মুক্তি পাবে। তাহলে কী এবার কথা রাখছেন তিনি? যদিও এসব ভুলে আপামর বাংলা ছবির দর্শক মুখিয়ে রয়েছেন ‘ধূমকেতু’র মুক্তির অপেক্ষায়।

You might also like!