kolkata

2 months ago

Kunal Ghosh: ‘ঠান্ডা মাথায় অপরাধমূলক অপপ্রচার’, CBI-র সঙ্গে ‘সেটিং’—অভয়ার বাবাকে কুণাল ঘোষের বার্তা

Kunal Ghosh
Kunal Ghosh

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অভয়ার মৃত্যুর এক বছর পর পরিবারের ডাকা নবান্ন অভিযানে ঘিরে ফের তীব্র রাজনৈতিক তরজা। শনিবার বিজেপি নেতাদের সঙ্গে আন্দোলনে শামিল হয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েন অভয়ার পরিবারের সদস্যরা। পার্ক স্ট্রিটে পুলিশি ব্যারিকেড ভাঙতে গিয়ে আহত হন অভয়ার মা, যার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। অভিযোগ, সেই ভিডিও কুণাল ঘোষের হাত দিয়েই পৌঁছেছে অভয়ার বাবার কাছে। এরপর সংবাদমাধ্যমে অভয়ার বাবার দাবি—“কুণাল ঘোষ গিয়ে সিজিও-তে সেটেলমেন্ট করেছে।” পরিবারের এই মন্তব্যের জবাবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সহমর্মিতা জানিয়ে কঠোর বার্তা দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “আপনার প্রতি সম্মান ও সহমর্মিতা রেখেই বলছি, সিবিআই নিয়ে আমাকে জড়িয়ে এই ধরনের মিথ্যাচার ঠান্ডা মাথার অপরাধমূলক অপপ্রচার।”

“সিবিআই টাকা খেয়েছে। কুণাল ঘোষ গিয়ে সেটেলমেন্ট করেছে সিজিওতে।”- বললেন অভয়ার বাবা। মিথ্যাচার আর নাটকের সব সীমা পার করছেন উনি। কন্যাহারা পিতার যন্ত্রণা বুঝি। কিন্তু তাই বলে ওঁরা যাদের কথায় যা যা করছেন, যা যা বলছেন, সেসব নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকছে।সোমবার নিজের সোশাল মিডিয়ায় পোস্ট করে কুণাল ঘোষের বক্তব্য, ‘সিবিআই টাকা খেয়েছে। কুণাল ঘোষ গিয়ে সেটেলমেন্ট করেছে সিজিওতে।”- বললেন অভয়ার বাবা। মিথ্যাচার আর নাটকের সব সীমা পার করছেন উনি। কন্যাহারা পিতার যন্ত্রণা বুঝি। কিন্তু তাই বলে ওঁরা যাদের কথায় যা যা করছেন, যা যা বলছেন, সেসব নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকছে। এখানে এভাবে আমার নাম করে মিথ্যা অভিযোগ করলেন কার কথায়, কোন্ তথ্যে? আমার নিজেরই দুটো সিবিআই মামলা চলছে, আমি আইনে লড়াই করছি, আর আমি যাব অভয়া মামলা ‘সেটল’ করতে? আর সিবিআই এসব করবে? সবাই জানে সিবিআইকে নিয়ন্ত্রণ করে বিজেপি। উনি আবার তাদের সঙ্গে নবান্ন অভিযানে যান।’

তৃণমূলের দাবি, ওইদিন পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালীন বিজেপি নেতা কৌস্তভ বাগচী সংবাদমাধ্যমের প্রচার পেতে অভয়ার মাকে ধাক্কা দিয়েছেন। তাতেই আহত হন তিনি। ভর্তি করতে হয় হাসপাতালে। এরপর অভয়ার বাবা দাবি করেন, আহত হওয়ার ওই ভিডিওটি কুণাল ঘোষ তাঁকে পাঠিয়েছিলেন। রবিবারই তাঁর এহেন মন্তব্য শুনে সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ পালটা জানান, তিনিই ভিডিওটি পাঠিয়েছিলেন, একথা ঠিক। কিন্তু অভয়ার বাবাই সেই ভিডিও চেয়েছিলেন তাঁর কাছে, তাই তিনি পাঠান। সেকথা বারবার স্পষ্ট করেছেন কুণাল ঘোষ। আর সোমবার সোশাল মিডিয়ায় পোস্ট করে অভয়ার বাবার মন্তব্যে তাঁকে কার্যত কড়া বার্তা দিলেন।

You might also like!