কলকাতা, ১৬ মার্চ : নতুন রাজ্য সভাপতি নির্বাচনের জন্য প্রস্তুত বিজেপি, কেন্দ্রীয় নেতৃত্বই শেষ কথা বলবে, জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। রবিবার বিধাননগরে দলীয় কার্যালয়ে উচ্চ পর্যায়ে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে যোগ দেন কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পান্ডে, অমিত মালব্য, সতীশ ধনদ, লকেট চট্টোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তী, জগন্নাথ চট্টোপাধ্যায় প্রমুখ। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিজেপির সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে । বৈঠকে যোগ দিয়ে সুকান্ত মজুমদার বলেন, নেতৃত্বে বদল হতে পারে, কিন্তু সংগঠনকে আরও শক্তিশালী করার কাজ ধারাবাহিক ভাবে চলবে।