Game

2 hours ago

ISL : ১২ এপ্রিল আইএসএল ফাইনাল, প্লে-অফের সূচি ঘোষণা

ISL
ISL

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০২৪-২৫ মরসুমের প্লে-অফের তারিখ ঘোষণা করেছে , যার লিগ পর্ব শেষ হয়েছে ১২ মার্চ। মরসুমের বহুল প্রতীক্ষিত ফাইনালটি হবে ১২ এপ্রিল, শনিবার।

টানা দ্বিতীয় মরসুমে লিগ শিল্ড জিতে ইতিহাস তৈরি করেছে মোহনবাগান। প্রতিযোগিতায় প্রথম দল হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছে তারা। এফসি গোয়া (দ্বিতীয়), বেঙ্গালুরু এফসি (তৃতীয়), নর্থইস্ট ইউনাইটেড এফসি (৪র্থ), জামশেদপুর এফসি (৫ম) এবং মুম্বই সিটি এফসি (৬ষ্ঠ)। প্রত্যেকেই প্লে-অফে তাদের স্থান নিশ্চিত করেছে। প্লে-অফে, তৃতীয় থেকে ষষ্ঠ স্থান অধিকারী দলগুলি দুটি একক লেগের নকআউট ম্যাচে লড়াই করবে, মোহনবাগান এবং গোয়ার প্রতিপক্ষ নির্ধারণ করতে, যারা সরাসরি সেমিফাইনালে যাবে। সেমিফাইনালগুলি হোম এবং অ্যাওয়ে ফর্ম্যাটে খেলা হবে, দুই লেগের বিজয়ীরা ১২ এপ্রিল ফাইনাল খেলবে।

প্লে-অফের সময়সূচি :

২৯ মার্চ: নকআউট ১: বেঙ্গালুরু এফসি (হোম) বনাম মুম্বই সিটি এফসি

৩০ মার্চ: নকআউট ২: নর্থইস্ট ইউনাইটেড এফসি (হোম) বনাম জামশেদপুর এফসি

২ এপ্রল: সেমিফাইনাল ১ (প্রথম লেগ) – নকআউট ১ (হোম) বনাম এফসি গোয়া বিজয়ী

৩ এপ্রিল : সেমিফাইনাল ২ (প্রথম লেগ) – নকআউট ২ (হোম) বনাম মোহনবাগান এসজি-র বিজয়ী

৬ এপ্রিল: সেমিফাইনাল ১ (দ্বিতীয় লেগ) – এফসি গোয়া (হোম) বনাম নকআউট ১ এর বিজয়ী

৭ এপ্রিল : সেমিফাইনাল ২ (দ্বিতীয় লেগ) – মোহনবাগান এসজি (হোম) বনাম নকআউট ২ এর বিজয়ী

১২ এপ্রিল: ফাইনাল – সেমিফাইনাল ১ এর বিজয়ী বনাম সেমিফাইনাল ২ এর বিজয়ী

You might also like!