দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :দক্ষিণী সুপারস্টার ধনুষ আর বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সম্পর্ক নিয়ে এখন তোলপাড় বিনোদন জগৎ। ৪২ বছরের ধনুষ আর ৩৩ বছরের ম্রুণাল—বয়সের ব্যবধানকে উপেক্ষা করে নাকি একে-অপরের সঙ্গেই কাটাচ্ছেন বেশিরভাগ সময়। শোনা যাচ্ছে, রজনীকান্তের প্রাক্তন জামাইয়ের সঙ্গে প্রেমে মগ্ন এই বলিউড সুন্দরী। নানা অনুষ্ঠানে ও আড্ডায় তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে বারবার। এতদিন বিষয়টি নিয়ে নীরব থাকলেও, বিয়ের গুঞ্জন জোরদার হতেই এবার মুখ খুললেন ম্রুণাল।
সত্যিই কি বয়সে বড় ধনুষের প্রেমে হাবুডুবু খাচ্ছেন? প্রশ্ন যেতেই হেসে গড়ালেন ম্রুণাল ঠাকুর। অভিনেত্রী শোনালেন তাঁদের বন্ধুত্বের কথা। ম্রুণালের কথায়, “ধনুষ তো আমার খুব ভালো বন্ধু।” দক্ষিণী বিনোদুনিয়ার এহেন গুঞ্জন যে তাঁর নজর এড়ায়নি সেকথাও উল্লেক করলেন অভিনেত্রী। তাঁর সংযোজন, “একেবারে হাস্যকর। আমাদের মধ্যে রোম্যান্টিক কোনও ব্যাপার নেই।”
আসলে সম্প্রতি ধনুষ ও কৃতী শ্যাননের ‘তেরে ইশক মে’ ছবির কাজ শেষ হওয়ার পর একটি পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল ম্রুণাল ঠাকুরকে। অন্যদিকে অভিনেত্রীর সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে অংশ নিতে মুম্বই ছুটে গিয়েছিলেন ধনুষও। ‘সন অফ সর্দার ২’-এর প্রিমিয়ার নাইটে ম্রুণালের পাশেই দেখা গিয়েছিল ধনুষকে। এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে, দু’জনের ‘স্পটিফাই’তেও নাকি যুগ্ম প্লেলিস্ট! অর্থাৎ কানে কানে গানে গানে নিজেদের ছুঁয়ে থাকেন তাঁরা! আবার একটি ভিডিওয় দু’জনকে হাত ধরাধরি করে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। এখান থেকেই প্রেমের জল্পনার সূত্রপাত। এপ্রসঙ্গে ম্রুণালকে জিজ্ঞেস করা হলে তাঁর উত্তর, “ধনুষ ‘সন অফ সর্দার ২’-এর প্রিমিয়ারে গিয়েছিল কারণ অজয় স্যর ওঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন। অতঃপর এটা নিয়ে ভুয়ো খবর ছড়ানোর কিছু নেই।” ২০২২ সালে রজনীকান্ত কন্যা ঐশ্বর্যর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় ধনুষের। এবার কি তবে ম্রুণালে মজে ‘আন্না’র প্রাক্তন জামাই?