কলকাতা, ১২ মার্চ : তৃণমূল কংগ্রেস সরকারকে ফের একবার হিন্দু বিরোধী আখ্যা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। "মমতা হটাও" স্লোগান দিয়ে শুভেন্দু বললেন, এই সরকার হিন্দু বিরোধী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিজেপি বিধায়করা বুধবার বিধানসভার বাইরে রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন। শুভেন্দু অধিকারী এদিন বলেন, "এটি একটি হিন্দু বিরোধী সরকার। আমি হিন্দুদের স্বার্থে যা কিছু করব তাই করব। একজন শুভেন্দু মারা গেলেও আরও অনেক হিন্দু জন্ম নেবে। মমতা হটাও!"