Country

4 days ago

Delhi BJP President Virendra Sachdeva: এলপিজি সিলিন্ডার ইস্যুতে এএপি-র বিক্ষোভ, পাল্টা তোপ বীরেন্দ্রর

Delhi BJP President Virendra Sachdeva
Delhi BJP President Virendra Sachdeva

 

নয়াদিল্লি, ১৩ মার্চ : এলপিজি সিলিন্ডার ইস্যুতে বৃহস্পতিবার দিল্লিতে বিক্ষোভ প্রদর্শন করল আম আদমি পার্টি। হোলিতে বিনামূল্যে এলপিজি সিলিন্ডারের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় এদিন সকালে দিল্লির আইটিও-তে এএপি-র নেতা ও কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। এএপি বিধায়ক কুলদীপ কুমার বলেন, "মোদীজি এবং নাড্ডাজি গ্যারান্টি দিয়েছিলেন, হোলিতে দিল্লির মহিলারা বিনামূল্যে সিলিন্ডার পাবেন। আমরা এখানে জনগণকে বলতে এসেছি যে, বিজেপি একটি 'জুমলা' দল। দিল্লির মানুষ বিনামূল্যে সিলিন্ডারও পায়নি, ২৫০০ টাকাও পায়নি। দিল্লির মানুষ বিনামূল্যে সিলিন্ডার না পাওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।"

পাল্টা এএপিক-র সমালোচনা করেছেন দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা। তিনি বলেছেন, "অতিশী এবং এএপি মিথ্যা, অহংকার ও সংঘর্ষের রাজনীতি করে। তাঁরা সবসময় মিথ্যা প্রতিশ্রুতি দিত। আগে, তাঁরা মহিলাদের ২৫০০ টাকা দেওয়ার আমাদের প্রতিশ্রুতির বিরুদ্ধে প্রতিবাদ করত। এখন, তাঁরা সিলিন্ডার নিয়ে চিন্তিত। আমি তাদের বলতে চাই, বিজেপি সংকল্প পত্রে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ করবেই। তাদের কেবল কিছু বাজেটের নিয়ম অনুসরণ করতে হবে। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে এবং শীঘ্রই কংগ্রেসের চেয়েও খারাপ পরিস্থিতির মুখোমুখি হবে এএপি।"

You might also like!