Country

4 hours ago

Bangladeshis arrested in Delhi: দিল্লিতে পাকড়াও ৭ অবৈধ বাংলাদেশি, নির্বাসন প্রক্রিয়া শুরু

Bangladeshis arrested in Delhi
Bangladeshis arrested in Delhi

 

নয়াদিল্লি, ১৭ মার্চ : রাজধানী দিল্লিতে ফের পাকড়াও অবৈধ বাংলাদেশি। দিল্লি পুলিশের পূর্ব জেলার একটি বিশেষ অভিযানের আওতায় দিল্লি এনসিআর অঞ্চলে ৭ জন আন্তঃরাজ্য অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়েছে। ডিসিপি অভিষেক ধনিয়া সোমবার জানিয়েছেন, অবৈধ বাংলাদেশি অভিবাসীরা ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে নদীপথ দিয়ে ভারতে প্রবেশ করেছিল।

ডিসিপি আরও জানিয়েছেন, নিজেদের পরিচয় গোপন রাখতে তারা বিভিন্ন স্থানে বসবাস করতো। এই ৭ জন অবৈধ বাংলাদেশির নির্বাসন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরে দিল্লি-এনসিআর অঞ্চলে লাগাতার চলছে অবৈধ বাংলাদেশিদের পাকড়াও করার প্রক্রিয়া। আগামী দিনেও এই অভিযান চলবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

You might also like!