ওয়েম্বলি, ১৭ মার্চ : রবিবার ওয়েম্বলি স্টেডিয়ামে ইএফএল বা ক্যারাবাও কাপের ফাইনালে লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। ইএফএল কাপ জিতে নিউক্যাসল দীর্ঘ ৫৬ বছরের শিরোপা খরা কাটিয়েছে। ১৯৬৯ সালে জেতা ফায়ার্স কাপই ছিল তাদের শেষ শিরোপা। ঘরোয়া ফুটবলে শিরোপা জিতেছিল তারও আগে। ১৯৫৫ সালে এফএ কাপ জিতেছিল নিউক্যাসল ইউনাইটেড। এদিন নিউক্যাসলের পক্ষে ড্যান বার্ন এবং অ্যালেক্সান্ডার ইসাক গোল করেন। লিভারপুলের পক্ষে একটি গোল শোধ করেন ফেদারিকো চিয়েসা। গত মরসুমের শেষে আর্নে স্লট লিভারপুলের দায়িত্ব নিয়েছিলেন। দায়িত্ব নেওয়ার পর এটাই লিভারপুলের প্রথম ফাইনাল ছিল। প্রথম ফাইনালেই পরাজয়ের মুখোমুখি এই ডাচ কোচ। তবে প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তোলার লড়াইয়ে এখনও অপ্রতিদ্বন্দ্বী লিভারপুল।