Entertainment

1 day ago

Puja Special movies 2025:আগস্টেই আসছে ‘পুজো স্পেশাল’! একসঙ্গে পর্দায় ঝড় তুলতে প্রস্তুত ‘ধূমকেতু’ আর ‘রক্তবীজ ২’

Puja Special movies 2025
Puja Special movies 2025

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :বাংলার আকাশে এখন ‘ধূমকেতু’র ঝলকানি। রাজ্যজুড়ে অগ্রীম বুকিংয়ের দৌড়ে মেগাবাজেট বলিউড ও দক্ষিণী ছবি ‘ওয়ার ২’ আর ‘কুলি’-কে পিছনে ফেলে দিয়েছে এই বাংলা সিনেমা। টলিউড যে এমন দিনের অপেক্ষায় ছিল—যেদিন বলিউড ও দক্ষিণের আধিপত্যকে যোগ্য জবাব দেবে বাংলার ছবি—তা আর বলার অপেক্ষা রাখে না। ক্যাশবাক্স চাঙ্গা করতে ‘ধূমকেতু’ যে বড় ভূমিকা নেবে, তা ইতিমধ্যেই স্পষ্ট। ১৪ আগস্ট মুক্তির আগে থেকেই দেব-শুভশ্রী ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে, আর সেই ছবির সঙ্গে যদি পুজো রিলিজের আগাম ঝলক মেলে, তবে তা দর্শকের কাছে নিঃসন্দেহে বাড়তি চমক। এই চমকের আয়োজনই করে ফেলেছেন টলিউডের ‘হিটমেশিন’ জুটি নন্দিতা-শিবপ্রসাদ।

জানা গেল, ১৪ আগস্ট সমস্ত ডলবি অ্যাটমস থিয়েটারে ‘রক্তবীজ ২’-এর রোমাঞ্চকর ঝলক মুক্তি পাচ্ছে। অতঃপর বাংলার ‘ধূমকেতু’ হোক কিংবা বলিউডের মেগাবাজেট হৃতিক-কিয়ারার ‘ওয়ার ২’ বা রজনীকান্তের ‘কুলি’, সব সিনেমার সঙ্গেই ‘রক্তবীজ ২’-এর ঝলক দেখতে পাবেন দর্শকরা। প্রযোজনা সংস্থার দাবি, এই প্রথম কোনও বাংলা সিনেমার টিজার এভাবে দেখানো হবে। অতঃপর স্বাধীনতা দিবসের প্রাক্কালে একদিকে যখন ‘ধূমকেতু’র সুবাদে পর্দায় দেশপ্রেমের গাথা বুনবেন দেব, তখন পলিটিক্যাল থ্রিলার ‘রক্তবীজ ২’-এর হাত ধরে প্রাক্তন বাঙালি রাষ্ট্রপতির ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায় দুই পুলিশ অফিসার ‘সংযুক্তা’ মিমি ও ‘পঙ্কজ’ আবিরকে নিয়ে উসকে দেবেন দেশপ্রেম। ১৪ আগস্ট প্রেক্ষাগৃহের পর্দায় ‘ধূমকেতু’, ‘রক্তবীজ ২’ হবে মিলেমিশে একাকার।

উল্লেখ্য, তেইশের পুজোর বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল ‘রক্তবীজ’। এবারও পঁচিশের পুজোর পর্দা কাঁপানোর জন্য প্রস্তুত নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। কারণ উৎসবের মরশুমেই মুক্তি পাবে ছবিটির সিক্যুয়েল। বছর দুয়েক আগে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন প্যাকড থ্রিলার ‘রক্তবীজ’ একের পর এক রেকর্ড গড়েছিল। বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরেও বহুল প্রশংসিত হয়েছে ‘পুলু’ ওরফে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অভিনয়। এবার সিক্যুয়েলের প্লটেও চমক রেখেছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এবারের প্রেক্ষাপট রাষ্ট্রপতি পদে থাকাকালীন প্রণব মুখোপাধ্যায়ের বাংলাদেশ সফরের কাহিনি। অতঃপর চলতি আগস্টেই ‘পুজো বাম্পারে’র ঝলক দেখতে পাবেন দর্শকরা।


You might also like!