
ব্যাংকক, ২৫ অক্টোবর : মারা গেলেন থাইল্যান্ডের রাজমাতা সিরিকিট। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। শুক্রবার ৯৩ বছর বয়সে মারা যান থাইল্যান্ডের রাজমাতা সিরিকিট কিটিয়াকারা। থাইল্যান্ডের রয়্যাল হাউসহোল্ড ব্যুরো সূত্রে খবর, শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটে ব্যাংককের হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ২০১৯ সাল থেকেই অসুস্থ ছিলেন তিনি। এই মাসের শুরুতে তাঁর রক্তের ইনফেকশনও ধরা পড়েছিল। রাজা ভাজিরালংকর্ন থাই রয়্যাল হাউসহোল্ডকে রাজকীয় শেষকৃত্যের আয়োজন করার নির্দেশ দিয়েছেন।
