Entertainment

2 hours ago

Priyanka Sarka:প্রিয়াঙ্কার নতুন ঠিকানা, কেন বদলালেন ‘মৃগয়া’ নায়িকা?

Priyanka Sarkar
Priyanka Sarkar

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :“প্রিয়াঙ্কা সরকার নতুন ঠিকানায় উঠলেন! তবে কেন?”

টলিপাড়ার কৌতূহল এখনও তুঙ্গে। কিছুদিন ধরেই বিচ্ছেদের দূরত্ব কমিয়ে প্রিয়াঙ্কা ও তাঁর অভিনেতা স্বামী রাহুল বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক আবার ঘনিষ্ঠ হয়ে উঠেছে।
তারকা দম্পতি একসঙ্গে ছেলে সহজকে বড় করছেন— এ খবর মোটামুটি জানেন সকলেই। আবার এমনও গুঞ্জন, তাঁরা সন্তানের দায়িত্ব একসঙ্গে পালন করলেও নাকি একসঙ্গে থাকেন না। প্রিয়াঙ্কা আসা-যাওয়া করেন রাহুলের বাড়িতে। ছেলে নিয়ে থাকেন কখনও একা, কখনও নিজের মায়ের কাছে। একই ভাবে রাহুলের স্থায়ী ঠিকানা বিজয়গড়। সেখানে তাঁরও সঙ্গী তাঁর মা।
তবে কি এ বার রাহুল-প্রিয়াঙ্কা সন্তানকে নিয়ে নতুন করে এক সংসারে ফিরছেন?

জানা গিয়েছে, সে রকম কিছুই নাকি ঘটছে না। তিনি দক্ষিণ কলকাতার এক আবাসনে উঠে এসেছেন ছেলের কারণে। সহজ যে স্কুলে পড়ে তার থেকে প্রিয়াঙ্কার বাড়ির দূরত্ব অনেকটাই। ফলে, সহজকে অনেক ভোরে উঠতে হত। তাই তাঁর নতুন ঠিকানায় যাওয়ার সিদ্ধান্ত। নতুন আবাসন শুধুই সহজের স্কুলের কাছাকাছি নয়, প্রিয়াঙ্কার মা এবং রাহুলের বাড়ির কাছাকাছিও। পাশাপাশি, তাঁর কর্মক্ষেত্র টালিগঞ্জ স্টুডিয়োপাড়াও ঢিল ছোড়া দূরত্বে। সব দিক বজায় রাখতেই নায়িকার এই সিদ্ধান্ত, জানিয়েছেন তাঁর পরিচিতেরাই।

You might also like!