ম্যানচেস্টার, ১৬ মার্চ : দুই দফায় পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ ড্র করে পয়েন্ট আদায় করে নিল ব্রাইটন। ইতিহাদ স্টেডিয়ামে শনিবার রাতে জয়ের পথে ফিরে আসার লক্ষ্যে নেমে দ্বিতীয়ার্ধে ভীষণ চাপে পড়ে যায় ম্যানচেস্টার সিটি। শেষ পর্যন্ত ২-২ ড্র হয় ম্যাচটি। ম্যাচের ৫ মিনিটে আর্লিং হলান্ডের গোলে ম্যানচেস্টার সিটি এগিয়ে যাওয়ার পর ১০ মিনিটে সমতা টানেন পেরভিস এস্তুপিনান। ৩৯ মিনিটে ওমার মার্মাউশের গোলে প্রথমার্ধেই আবার এগিয়ে যায় পেপ গুয়ার্দিওলার দল ম্যানচেস্টার সিটি। কিন্তু দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে আত্মঘাতী গোল হজম করে ম্যানচেস্টার সিটি। ফলে ফল হয় ২-২। ডিসেম্বরে ব্রাইটনের মাঠে ২-১ গোলে হেরেছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু তার শোধ নিতে পারল না গত চারবারের লিগ চ্যাম্পিয়নরা।
এই ড্র-এ লিগ টেবিলে আরও নিচে নেমে যাওয়ার শঙ্কায় পড়ে গেল সিটি। ২৯ ম্যাচে ১৪ জয় ও ৬ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে তারা। এক ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নিউক্যাসল ইউনাইটেড। আর সিটির চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি, তারাও একটি ম্যাচ কম খেলেছে।