Country

4 days ago

Tight securuity in Kashmir: স্বাধীনতা দিবসের প্রাক্কালে কাশ্মীরে সুরক্ষা ব্যবস্থায় বিশেষ কড়াকড়ি

Tight securuity in Kashmir ahead of Independence Day
Tight securuity in Kashmir ahead of Independence Day

 

শ্রীনগর, ১৪ আগস্ট : স্বাধীনতা দিবসের প্রাক্কালে কাশ্মীরে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা, চলছে বিশেষ নজরদারিও। নিরাপত্তা বাড়ানো হয়েছে জম্মুতেও। আগামীকাল ৭৯-তম স্বাধীনতা দিবস, তার আগে শ্রীনগর, পুলওয়ামা, পহেলগাম-সহ জম্মু ও কাশ্মীরের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে। গুরুত্বপূর্ণ প্রবেশ ও প্রস্থান রুটে বিশেষ চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে, যেখানে যানবাহনগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হচ্ছে এবং যাত্রীদের পরিচয় যাচাই করা হচ্ছে। সংবেদনশীল এলাকায় সেনাবাহিনীর টহলও জোরদার করা হয়েছে। যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে সুরক্ষা বাহিনী।

You might also like!