Country

2 hours ago

Assam earthquake news:ফের ভূমিকম্প অসমের নগাঁও জেলায়

Earthquake hits Assam's Nagaon district again
Earthquake hits Assam's Nagaon district again

 

গুয়াহাটি, ১৮ আগস্ট  : মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে অসমের নগাঁও জেলায়। আজ সোমবার দুপুর ১২টা ০৯ মিনিট ৩৩ সেকেন্ডে সংঘটিত ভূমিকম্প রিখটার স্কেলে তীব্রতা ছিল ৩.৮। তবে এ ঘটনায় কোনও হতাহত বা অন্যান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি (এনসিএস) তাদের এক্স হ্যান্ডলে এ খবর দিয়ে জানিয়েছে, আজ সোমবার ভারতীয় সময় ১২:০৯:৩৩টায় সংঘটিত ৪.৩ মাত্ৰার ভূমিকম্পের উৎসস্থল ছিল নগাঁও জেলার ভূপৃষ্ঠের ৩৫ কিমি গভীরে ২৬.২৮° উত্তর অক্ষাংশ এবং ৯২.৭১° পূর্বে।

এখানে উল্লেখ করা যেতে পারে, চলতি আগস্ট মাসে এক নগাঁও জেলায় এ নিয়ে পাঁচবার ভূমিকম্প আঘাত হেনেছে।

You might also like!