নয়াদিল্লি, ১৮ আগস্ট : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্মলার দীর্ঘায়ু ও সর্বদা সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। সোমবার সকালে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, "অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর প্রচেষ্টা আমাদের বিকশিত ও আত্মনির্ভর ভারতের স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাঁর দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করছি।"
শাড়ি থেকে শুরু করে অর্থনৈতিক নীতি, বিশেষ করে তাঁর সরলতা নির্মলা সীতারমনকে আরও বিশেষ করে তুলেছে। কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রকের দায়িত্বে থাকা নির্মলা সীতারমনের রাজনৈতিক জীবন সাফল্য এবং চ্যালেঞ্জে পরিপূর্ণ। অর্থমন্ত্রী হিসেবে তিনি ভারতের প্রথম পূর্ণকালীন মহিলা মন্ত্রী। তামিলনাড়ুর মাদুরাই থেকে দিল্লির ক্ষমতার করিডোর পর্যন্ত তাঁর চিত্তাকর্ষক উপস্থিতি মহিলাদের জন্য অনুপ্রেরণার উৎস। নির্মলা সীতারমনের জন্ম ১৮ আগস্ট ১৯৫৯ সালে, তামিলনাড়ুর মাদুরাইতে। তিনি তিরুচিরাপল্লির সীতালক্ষ্মী রামস্বামী কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক এবং জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
Birthday greetings to Finance Minister Smt. Nirmala Sitharaman Ji. Her efforts are playing a vital role in realising our dream of a Viksit and Aatmanirbhar Bharat. Praying for her long and healthy life.@nsitharaman
— Narendra Modi (@narendramodi) August 18, 2025