Country

3 hours ago

Amritsar temple grenade attack: অমৃতসরের মন্দিরে গ্রেনেড হামলা, এক অভিযুক্তের মৃত্যু, হেড কনস্টেবল আহত

Amritsar temple grenade attack
Amritsar temple grenade attack

 

অমৃতসর, ১৭ মার্চ : পঞ্জাবের অমৃতসরের মন্দিরে গ্রেনেড হামলার এক অভিযুক্তকে অবশেষে পাকড়াও করল পুলিশ। অপর অভিযুক্তের পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে। সোমবার সকালে অমৃতসরের রেডিসন হোটেলের কাছে ওই দুই অভিযুক্তের সঙ্গে পুলিশের এনকাউন্টার শুরু হয়। দু'জনকেই গুলি করা হয় এবং তাদের জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে এক অভিযুক্তের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, দু'দিন আগে অমৃতসরের খান্ডওয়ালার ঠাকুরদ্বারা মন্দিরে ঘটেছিল বিস্ফোরণের ঘটনাটি।

খান্ডওয়ালায় মন্দিরে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত দুই যুবককে খুঁজছিল পুলিশ। অবশেষে সোমবার সকালে অমৃতসরের রেডিসন হোটেলের কাছে ওই দুই অভিযুক্তের সঙ্গে পুলিশের এনকাউন্টার শুরু হয়। সেই এনকাউন্টারে ধরা পড়ে দুই অভিযুক্ত। কিন্তু, পরে এক অভিযুক্তের মৃত্যু হয়। অমৃতসরের পুলিশ কমিশনার জিপিএস ভুল্লার বলেছেন, "গ্রেনেড হামলাকারী অভিযুক্ত গুরসিদক হাসপাতালে মারা গেছে। এই এনকাউন্টারের সময় অভিযুক্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, হেড কনস্টেবল গুরপ্রীত সিং আহত হয় এবং ইন্সপেক্টর অমোলক সিং-এর পাগড়িতে আঘাত করা হয়। আমরা সীমান্তের ওপারে বসে থাকা এবং আইএসআই-কে পঞ্জাবের শান্তি বিঘ্নিত করার চেষ্টা সফল হতে দেব না। অপরাধের প্রতি আমাদের শূন্য সহনশীলতা রয়েছে।" উল্লেখ্য, শুক্রবার মধ্যরাতের পরে শেরশাহ সুরি রোডে অবস্থিত ঠাকুরদ্বার মন্দিরে দুই মোটরসাইকেল আরোহী গ্রেনেড নিক্ষেপ করে।

You might also like!