Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

kolkata

7 months ago

Weather Forcast: পুরুলিয়া-সহ ৫টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা, অস্বস্তি কলকাতাতেও

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ১৬ মার্চ : দক্ষিণবঙ্গের ৫টি জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দফতর। এই জেলাগুলি হল, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম ও পুরুলিয়া। পশ্চিমের এই ৫টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাপিয়ে যেতে পারে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্য় জেলাগুলিতেও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। এই পরিস্থিতি চলবে আগামী আরও ৩-৪ দিন। তবে, ২০ মার্চের পর বদলাবে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ২০ এবং ২১ মার্চ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সেই সময় তাপমাত্রাও খানিকটা হ্রাস পাবে। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৯ ডিগ্রি বেশি।

You might also like!