Game

19 hours ago

Champions League 2024-25: মঙ্গলবার প্রয়াত চিকিৎসকের জন্য নীরবতা পালন করবে বার্সেলোনা

UCL Barcelona to Honor Late Doctor
UCL Barcelona to Honor Late Doctor

 

বার্সেলোনা, ১১ মার্চ : শনিবার বার্সেলোনা ও ওসাসুনার ম্যাচের কয়েক ঘন্টা আগে টিম হোটেলে মারা যান চিকিৎসক গার্সিয়া। ততক্ষণে স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিল বার্সেলোনার খেলোয়াড়রা। খেলা শুরুর নির্ধারিত সময়ের ২০ মিনিট আগে ম্যাচটি স্থগিত করা হয়। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে ঘরের মাঠে বেনফিকার মুখোমুখি হবে বার্সেলোনা। সোমবার সংবাদ সম্মেলনের শুরুতে প্রয়াত চিকিৎসকের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন বার্সা কোচ ফ্লিক। আজ ম্যাচ শুরুর আগে বার্সেলোনার খেলোয়াড়রা নীরবতা পালন করবেন। সম্মেলনের পর এই জার্মান কোচ তুলে ধরেন গার্সিয়া কতটা প্রিয় ছিলেন দলের কাছে।

You might also like!