kolkata

2 months ago

Suvendu Adhikari: “হিন্দু নিধন যজ্ঞের রক্তাক্ত অধ্যায়”, ১৬ আগস্টের স্মৃতিস্মরণে শুভেন্দু

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

কলকাতা, ১৬ আগস্ট:১৬ আগস্টের স্মৃতিস্মরণে “হিন্দু নিধন যজ্ঞের রক্তাক্ত অধ্যায়”-এর কথা লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার তিনি "দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস" শিরোনামে এক্সবার্তায় লিখেছেন, “তৎকালীন শাসকের উস্কানি তে ১৯৪৬ সালের কুখ্যাত ১৬ই আগস্ট-এর দিন সূচনা হয় বিভীষিকাময় সাম্প্রদায়িক দাঙ্গা ও হিন্দু নিধন যজ্ঞের রক্তাক্ত অধ্যায়ের। শ্রী গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের মতো নির্ভীক ব্যক্তিদের নেতৃত্বে প্রতিরোধ গড়ে ওঠায়, অত্যাচারীদের পাল্টা প্রত্যাঘাতের মাধ্যমে পিছু হটতে বাধ্য করা হয়। সেই বিস্মৃত ইতিহাস স্মরণ করতে আজ বিকেলে আমি কলকাতার কলেজ স্কোয়ার থেকে একটা মিছিলে অংশগ্রহণ করবো।”


You might also like!