Country

3 hours ago

Mayawati: বিএসপি–কে কখনওই দুর্বল হতে দেব না, মায়াবতী

Mayawati
Mayawati

 

লখনউ, ১৭ মার্চ : জাতপাতের তাস খেলে এমন কিছু দল বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি)-কে দুর্বল করার চেষ্টা করছে। কিন্তু তিনি কখনওই তাঁর দলকে দুর্বল হতে দেবেন না। সোমবার এমনটাই জানালেন বিএসপি-র জাতীয় সভাপতি মায়াবতী। বিএসপি সুপ্রিমো এদিন তাঁর বাসভবনে সাংবাদিক সম্মেলনে বলেন, দলকে কখনওই তিনি দুর্বল হতে দেবেন না। তিনি অভিযোগ করেন, কিছু জাত-বর্ণবাদী দল বিএসপিকে দুর্বল করার চেষ্টা করছে। বলেন, তাদের ষড়যন্ত্র ও পরিকল্পনা আমি কখনওই ফলপ্রসূ হতে দেব না। বহুজন সমাজ আমার পাশে আছে। মায়াবতী আরও বলেন, ২০২৭ সালে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম বহুজন সমাজবাদী পার্টি।

You might also like!