Country

4 days ago

Gas tanker hits two cars in Madhya Pradesh: মধ্যপ্রদেশে দু'টি গাড়িতে ধাক্কা গ্যাস ট্যাঙ্কারের; মৃত ৭, আহত ৩ জন

Gas tanker hits two cars in Madhya Pradesh
Gas tanker hits two cars in Madhya Pradesh

 

ধার, ১৩ মার্চ : মধ্যপ্রদেশের ধার জেলায় দু'টি গাড়িতে ধাক্কা মারল একটি গ্যাসের ট্যাঙ্কার। গ্যাস ট্যাঙ্কারটি ভুল দিক থেকে আসছিল, এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের, এছাড়াও ৩ জন আহত হয়েছেন। বুধবার রাত এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বদনাওয়ার-উজ্জ্বয়িনী হাইওয়ের ওপর বামনসুতা গ্রামের কাছে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের, পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও ৩ জন প্রাণ হারান। নিহতরা রতলাম, মান্দসৌর (মধ্যপ্রদেশের) এবং যোধপুর (রাজস্থান) জেলার বাসিন্দা।

ধার-এর পুলিশ সুপার মনোজ কুমার সিং বলেছেন, বুধবার রাত এগারোটা নাগাদ বদনাওয়ার-উজ্জ্বয়িনী হাইওয়ের ওপর বামনসুতা গ্রামের কাছে একটি গ্যাসের ট্যাঙ্কার, গাড়ি ও জীপের মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলেই ৪ জন প্রাণ হারান, পরে আরও ৩ জনের মৃত্যু হয়। গ্যাস ট্যাঙ্কারের চালক পলাতক।

You might also like!