Country

9 hours ago

Saugata Roy: দিবাস্বপ্ন দেখছেন শুভেন্দু অধিকারী, সৌগত রায়

Saugata Roy
Saugata Roy

 

নয়াদিল্লি, ১২ মার্চ : পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তীব্র সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। কটাক্ষ করে বুধবার সৌগত রায় বলেছেন, দিবাস্বপ্ন দেখছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ের দাবি করে আসছে বিজেপি। তাছাড়া সম্প্রতি একটি বিতর্কিত মন্তব্যও করেছিলেন শুভেন্দু অধিকারী।

এ প্রসঙ্গে বুধবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌগত রায় বলেছেন, "শুভেন্দু দিবাস্বপ্ন দেখছেন, তিনি সাম্প্রদায়িক বক্তব্য রাখছেন, তাঁরা (বিজেপি) কখনই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে না।" উল্লেখ্য, মঙ্গলবার শুভেন্দু অধিকারী বলেছিলেন, ''ওদের দলে (তৃণমূল কংগ্রেস) যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে, তাদের চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলে দেব।'' শুভেন্দুর এই মন্তব্যের সমালোচনা করেছেন সৌগত রায়।


You might also like!