Country

5 hours ago

Sukanta Majumdar: শুভেন্দুর মন্তব্য প্রসঙ্গে চুপ থাকলেন সুকান্ত, পাল্টা তৃণমূলকে তোপ

Sukanta Majumdar
Sukanta Majumdar

 

নয়াদিল্লি, ১২ মার্চ : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে চুপ থাকলেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। বিধানসভা থেকে বিজেপি বিধায়কদের সাসপেন্ড করার জন্য পাল্টা তৃণমূলকে আক্রমণ করেছেন শুভেন্দু। উল্লেখ্য, ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে বিতর্ক বাড়িয়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মঙ্গলবার বলেছেন, ''ওদের দলে (তৃণমূল কংগ্রেস) যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে, তাদের চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলে দেব।''

শুভেন্দুর এই বক্তব্য প্রসঙ্গে বুধবার সংসদ চত্বরে সুকান্তকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, "আমি এই বিষয়ে কোনও বিবৃতি দিতে পারছি না, কারণ আমি প্রথমে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলতে চাই যে তিনি ঠিক কী বলেছেন। বিধানসভায় বিজেপি নেতাদের যেভাবে ক্রমাগত সাসপেন্ড করা হচ্ছে এবং হয়রানি করা হচ্ছে, তাতে বোঝা যায় কেন তিনি এমন বক্তব্য রেখেছেন।"

You might also like!