Country

5 hours ago

Tejashwi Yadav: বিহারে অপরাধীরা লাগামহীন হয়ে পড়েছে ,তেজস্বী যাদব

Tejashwi Yadav
Tejashwi Yadav

 

পাটনা, ১২ মার্চ : বিহারে অপরাধীরা লাগামহীন হয়ে পড়েছে। নীতীশ কুমার সরকারের তীব্র সমালোচনা করে বুধবার এমনটাই দাবি করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। এক সাংবাদিক সম্মেলনে তেজস্বী যাদব বলেছেন, অপহরণ ও ডাকাতির মতো ঘটনাগুলি মারাত্মকভাবে ঘটছে। নীতিশ কুমার অপরাধীদের সামনে আত্মসমর্পণ করেছেন।" তেজস্বী যাদব আরও বলেছেন, "তিনি নিজের বিবেক হারিয়ে ফেলেছেন, আমি তাঁকে মনে করিয়ে দিতে চাই, নীতিশ কুমার এবং লালু যাদবের মধ্যে কোনও তুলনা হয় না।"

You might also like!