Country

5 hours ago

MOU signed between India-Mauritius: ভারত ও মরিশাসের মধ্যে চুক্তি বিনিময়, প্রত্যক্ষ করলেন মোদী ও রামগুলাম

Narendra Modi & Pravind Jugnauth
Narendra Modi & Pravind Jugnauth

 

পোর্ট লুইস, ১২ মার্চ: ভারত ও মরিশাসের মধ্যে বুধবার ৮টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি বিনিময় প্রত্যক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলাম। ভারত এবং মরিশাস বুধবার ৮টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে - স্থানীয় মুদ্রা নিষ্পত্তি ব্যবস্থার উপর মরিশাসের কেন্দ্রীয় ব্যাঙ্ক এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। পাইপ প্রতিস্থাপন কর্মসূচির অধীনে কেন্দ্রীয় জল কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়িত প্রকল্পগুলিতে অর্থায়নের জন্য মরিশাস সরকার এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মধ্যে ঋণ সুবিধা চুক্তি হয়েছে। কূটনীতিকদের প্রশিক্ষণ কর্মসূচির বিষয়ে ভারতের ইনস্টিটিউট অফ ফরেন সার্ভিস এবং মরিশাসের বিদেশ বিষয়ক, আঞ্চলিক একীকরণ এবং আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রকের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি হয়েছে। এছাড়াও ভারতীয় নৌবাহিনী এবং মরিশাস পুলিশ বাহিনীর মধ্যে হোয়াইট শিপিং তথ্য ভাগাভাগি সংক্রান্ত কারিগরি চুক্তি হয়েছে। মরিশাসের আর্থিক অপরাধ কমিশন এবং ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে। এছাড়াও আরও কয়েকটি চুক্তি হয়েছে।


You might also like!