West Bengal

2 days ago

South Eastern Railway zone: এপ্রিলের শেষে হাওড়া-খড়্গপুর শাখায় যাত্রী ভোগান্তির আশঙ্কা

South Eastern Railway zone
South Eastern Railway zone

 

কলকাতা, ৭ মার্চ : আগামী এপ্রিল মাসের শেষে হাওড়া-খড়্গপুর শাখায় মেগা ব্লক নেওয়ার কথা। আর তাতে এই শাখায় যাত্রী ভোগান্তির আশঙ্কা। ১৯ দিনে বাতিল ২১২টি লোকাল ট্রেন। সেই তালিকায় থাকবে ৬৪টি এক্সপ্রেসও। জানা গিয়েছে, এপ্রিলের শেষ থেকে হাওড়া-খড়গপুর শাখার সাঁতরাগাছিতে ইয়ার্ডের রি-মডেলিংয়ের জন‌্য প্রি-এনআইয়ের কাজ-সহ একাধিক উন্নয়নমূলক কাজ করা হবে। ৩০ এপ্রিল থেকে টানা কাজ চলবে। ফলে নিত্য যাত্রীরা প্রবল সমস্যায় পড়বেন বলে মনে করা হচ্ছে। দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে মেগা ব্লক নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মেগা পাওয়ার ব্লক আগেই নেওয়ার কথা ছিল। তবে মাধ্যমিক, উচ্চ মাধ‌্যমিক ও দোলযাত্রার জন‌্য এই ব্লক পিছিয়ে ৩০ এপ্রিল নিয়ে যাওয়া হয়।

You might also like!