মুম্বই, ৩ নভেম্বর :আগে দু'বার বিশ্বকাপের ফাইনালে উঠলেও শিরোপাটা ছুঁয়ে দেখা হয়নি ভারতের। ২০০৫ সালে অস্ট্রেলিয়া আর ২০১৭ সালে ভারতের ইংল্যান্ডএর কাছে হেরে ভারতের স্বপ্নভঙ্গ হয়েছিল। তবে এবার আর স্বপ্নভঙ্গ হয়নি ভারতীয় মেয়েদের। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবার মহিলা ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতলো ভারত।
রবিবার (২ নভেম্বর) নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করতে নেমে ভারত স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মার উদ্বোধনী জুটি থেকেই আসে ১০৪ রান। শেফালি ও দীপ্তির ফিফটি এবং স্মৃতির ৪৫ রানের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৮ রানের পুঁজি পায় ভারত।জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকা সব উইকেট হারিয়ে ২৪৬ রান করতে সমর্থ হয়। এক প্রান্ত আগলে রেখে একাই লড়াই করেছেন অধিনায়ক লরা ভলভার্ট। ৯৮ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলে বিদায় দীপ্তির বলে আউট হয়ে। দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার লরা ভলভার্ট ও তাজমিন ব্রিটসের উদ্বোধনী জুটি থেকে আসে ৫৭ বলে ৫১ রান। ৩৫ বলে ২৩ রান করে রান আউট হন ব্রিটস। তিন নম্বরে ব্যাট করতে নেমে আনিকা বশ মাত্র ৬ বলে কোনো রান না করেই আউট হন শ্রী চরণীর বলে এলবিডব্লিউ আউট হয়ে।এরপর তৃতীয় উইকেট জুটিতে সুনে লুসকে নিয়ে ৫২ রানের জুটি গড়েন অধিনায়ক ভলভার্ট। শেফালির বলে ক্যাচ দিয়ে ফেরেন সুনে লুস ২৫ রান করে। মারিজানও বেশিক্ষণ থাকতে পারেন নি। বিদায় নিয়েছেন ৪ রান করে। সিনালো জাফতা ফেরেন ১৬ রান করে। এরপর আনেরি ডের্কসেনকে নিয়ে ৬১ রানের জুটি গড়েন অধিনায়ক ভলভার্ট। দীপ্তির বলে বোল্ড হয়ে ৩৫ রান করে ফিরে যান ডের্কসেন। অধিনায়ক লরা ভলভার্ট একাই লড়াই করে সেঞ্চুরি করেন। তবে তিনি দলকে বাঁচানোর চেষ্টা করেও পারলেন না। ৯৮ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলে বিদায় দীপ্তির বলে আউট হন। এরপর বাকিরা তেমন সুবিধা করতে পারেননি।সব উইকেট হারিয়ে ২৪৬ রান করে দক্ষিণ আফ্রিকা।