দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সম্প্রতি বাংলায় এসআইআর (SIR) ঘোষণা হওয়ার পর সাধারণ মানুষের একাংশের মধ্যে বেশ ধোঁয়াশা ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এই আবহে নাগরিকদের চিন্তা দূর করতে বড়সড় উদ্যোগ নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (ECI)।
কমিশন স্পষ্টভাবে জানিয়েছে যে, SIR হলো একটি প্রকল্প, যার তদারকি করে তারাই। এই সংক্রান্ত যাবতীয় ধোঁয়াশা দূর করতে নাগরিকরা এখন '১৯৫০ ভোটার হেল্পলাইন' পরিষেবা ব্যবহার করতে পারবেন। এই নম্বরে ফোন করে ভোট সংক্রান্ত সমস্ত প্রশ্ন ও অভিযোগ জানানো যাবে।সম্প্রতি বিহারেও হয়েছে। তাই কেউ ভয় পাবেন না। কিন্তু তাতেও যে বরফ পুরো গলছে এমন না। তাই এবার সরাসরি পদক্ষেপ করল নির্বাচন কমিশন। বাংলা-সহ ১২ রাজ্য এসআইআর ঘোষণা করার দিনই জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সকলকে আশ্বস্ত করেন। বলেন, এটি একটি সাধারণ প্রক্রিয়া। প্রকৃত কোনও ভোটারের নাম বাদ যাবে না। বাংলার সিইও-ও একই কথা বলেছেন।
তবে সাধারণ মানুষকে ১০০ শতাংশ নিশ্চিত করতে এবার এক বিবৃতিই জারি করেছেন নির্বাচন কমিশন। দেখে নেওয়া যাক তাতে কী বলা হয়েছে।
১. জাতীয় ভোটার হেল্পলাইন এবং দেশের ৩৬টি রাজ্য ও জেলা পর্যায়ের হেল্পলাইন সক্রিয় করা হয়েছে, যাতে নাগরিকদের সমস্ত প্রশ্ন ও অভিযোগের দ্রুত নিষ্পত্তি করা যায়।
২. ন্যাশনাল কন্ট্যাক্ট সেন্টার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য কেন্দ্রীয় হেল্পলাইন হিসেবে কাজ করবে। এটি প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু থাকবে টোল-ফ্রি নম্বর ১৮০০-১১-১৯৫০-এ। প্রশিক্ষিত কর্মীরা নাগরিকদের ভোট সংক্রান্ত পরিষেবা ও প্রশ্নে সাহায্য করবেন।
৩. কমিশন প্রত্যেক রাজ্য ও জেলাকে তাদের নিজস্ব স্টেট কন্ট্যাক্ট সেন্টার ও ডিস্ট্রিক্ট কন্ট্যাক্ট সেন্টার স্থাপন করার নির্দেশ দিয়েছে, যাতে স্থানীয় ভাষায় দ্রুত ও কার্যকরী সহায়তা প্রদান করা যায়।
৪. সমস্ত অভিযোগ ও প্রশ্ন ন্যাশনাল গ্রিভ্যান্স সার্ভিস পোর্টাল-এর মাধ্যমে রেকর্ড ও ট্র্যাক করা হবে। এছাড়াও, নির্বাচন কমিশন চালু করেছে পরিষেবা, যার মাধ্যমে নাগরিকরা সরাসরি তাঁদের সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার -এর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এই পরিষেবা ECINET প্ল্যাটফর্মে উপলব্ধ।
৫. নাগরিকরা ECINET অ্যাপ ব্যবহার করেও নির্বাচন আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। কমিশন সমস্ত সিইও, ডিইও ও ইআরও-দের নির্দেশ দিয়েছে যাতে তাঁরা ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবহারকারীদের অভিযোগের অগ্রগতি ও নিষ্পত্তি নিশ্চিত করেন
৬. এই পরিষেবাগুলি বিদ্যমান অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার অতিরিক্ত। নাগরিকরা চাইলে complaints@eci.gov.in-এ ইমেল করেও তাঁদের অভিযোগ জানাতে পারেন।
৭. নির্বাচন কমিশন সকল ভোটারকে আহ্বান জানিয়েছে, দরকারে তাঁরা যেন ও ১৯৫০ ভোটার হেল্পলাইন ব্যবহার করে ভোট সংক্রান্ত তথ্য, প্রতিক্রিয়া, পরামর্শ ও অভিযোগ জানান।
