Game

12 hours ago

Arsenal player ratings vs Burnley: বার্নলির বিপক্ষে সহজ জয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো আর্সেনাল

Declan Rice; Burnley 0-2 Arsenal
Declan Rice; Burnley 0-2 Arsenal

 

লন্ডন, ২ নভেম্বর  : শনিবার বার্নলির বিপক্ষে ২-০ গোলের জয়ে লিগ টেবিলে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করলো আর্সেনাল। ভিক্তর ইয়োকেরেশের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ডেক্লান রাইস। অক্টোবর মাসে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬ ম্যাচের সবকটিতেই নিজেদের জাল অক্ষত রেখেছিল আর্সেনাল। আর নিজেদের জাল অক্ষত রেখে দুর্দান্ত জয়ে নভেম্বরের শুরুটাও দারুণ করলো গানার্সরা। ১০ ম‍্যাচে ৮ জয় ও ১ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আর্সেনাল। ৯ ম‍্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বোর্নমাউথ।

You might also like!