
কলকাতা, ৩ নভেম্বর : প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মহিলা ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। স্মৃতি মান্ধানা-হরমনপ্রিত কৌরদের বিশ্বজয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বয়ে যাচ্ছে প্রশংসার ঝড়। ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, বিরাট কোহলিরা প্রকাশ করেছেন উচ্ছ্বাস।
শচীন টেন্ডুলকার ১৯৮৩ তে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের উদাহরণ টেনে বলেছেন, '১৯৮৩ আমাদের এক প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্নকে তাড়া করতে অনুপ্রাণিত করেছিল। আমরাও অনুপ্রাণিত হয়ে ২০১১ সালে বিশ্বকাপ জিতেছি।
আজ আমাদের মহিলা ক্রিকেট দল সেই অসাধারণ কাজটা করে দেখাল। তারা এই বিশ্বকাপ জিতে দেশের বহু তরুণীকে অনুপ্রাণিত করেছে। আগামী প্রজন্মকে তারা ব্যাট ও বল হাতে তুলে নিতে প্রেরণা জাগালো। এটি ভারতীয় মহিলা ক্রিকেটের যাত্রায় এক ঐতিহাসিক মুহূর্ত। অভিনন্দন, টিম ইন্ডিয়া। তোমরা পুরো দেশকে গর্বিত করেছ।'
ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেছেন, 'মেয়েদের অসাধারণ সাফল্য! গত ৬ বছরে তারা অনেক দূর এগিয়েছে। ওরা আজ বিশ্ব চ্যাম্পিয়ন ।ওদের নিয়ে আমরা ভীষণ গর্বিত।'
বিরাট কোহলি শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'আগামী প্রজন্মের জন্য প্রেরণা হয়ে উঠেছ তোমরা। তোমাদের নির্ভীক ক্রিকেট আর অটল বিশ্বাসে প্রত্যেক ভারতীয় গর্বিত। তোমরা এই সাফল্যের সকল প্রশংসার যোগ্য - এই মুহূর্তটা উপভোগ করো পুরোপুরি। দারুণ খেলেছ, হরমন এবং দল। জয় হিন্দ।'
1983 inspired an entire generation to dream big and chase those dreams. 🏏
— Sachin Tendulkar (@sachin_rt) November 2, 2025
Today, our Women’s Cricket Team has done something truly special. They have inspired countless young girls across the country to pick up a bat and ball, take the field and believe that they too can lift… pic.twitter.com/YiFeqpRipc
