Breaking News
 
Yogi Adityanath:স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্ত! গাজিয়াবাদে হাসপাতাল উদ্বোধনে যোগী: “দিল্লির বদলে ইউপি-তেই বিশ্বমানের চিকিৎসা” 100 Days Worker: মোদী সরকারকে দিতেই হবে বাংলার ১০০ দিনের কাজের বকেয়া, সুপ্রিম কোর্টে বহাল হাই কোর্টের নির্দেশ Shreyas Iyer:হঠাৎ অভ্যন্তরীণ রক্তক্ষরণ! কেন আইসিইউ-তে রয়েছেন শ্রেয়স আইয়ার? এসআইআর ঘোষণার আগে বড় রদবদল, দশ জেলাশাসক-সহ ১৭ জন আমলাকে বদলি করল রাজ্য প্রশাসন Bangladesh: পাক জেনারেলকে উপহার দেওয়া মানচিত্রে কেন ভারতের ‘৭ বোন’? ইউনুসের কীর্তিতে ফের কূটনৈতিক তরজা! Shantanu Thakur:এসআইআর-এর মধ্যেই CAA অস্ত্র শান্তনুর হাতে, মতুয়া ভোট নিয়ে বাড়ছে কেন্দ্রীয় মন্ত্রীর উদ্বেগ?

 

Country

2 hours ago

Bihar:তেজস্বীর প্রতিশ্রুতির জবাব! উপমুখ্যমন্ত্রী সম্রাটের কড়া আক্রমণ: "লালুকে চোর হিসাবেই জানে বিহার"

bihar considers lalu yadav as a thief says samrat chaudhary
bihar considers lalu yadav as a thief says samrat chaudhary

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  তেজস্বী যাদবের নির্বাচনী প্রতিশ্রুতিকে ‘ভুয়ো’ আখ্যা দিয়ে পাল্টা আক্রমণ শানালেন উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। রবিবার আরজেডি নেতার প্রতিশ্রুতি শোনার পরই বিজেপি নেতা বলেন, “লালু যাদব ও তাঁর পরিবার দুর্নীতি ও চুরির জন্য বিখ্যাত। বিহার লালুজিকে চোর হিসেবেই চেনে।” একইসঙ্গে লালু ও তাঁর গোটা পরিবারকে 'চোর' বলে তোপ দাগেন তিনি।

রবিবার সাংবাদিক বৈঠক থেকে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবকে তোপ দেগে সম্রাট বলেন, “লালুজিকে চোর হিসেবেই চেনে বিহারের মানুষ। লালুজি মুখ্যমন্ত্রী হওয়ার পরই চুরি করতে শুরু করে দেন। অবলা প্রাণীদের খাদ্য খেয়ে নেন, বিহারের আলকাতরা খেয়ে নিয়েছেন। এরপর যখন রেলমন্ত্রী হলেন তখন চাকরির বিনিময়ে জমি নেওয়া শুরু করলেন। ওনার শাসনে বিহারে মাত্র ৯৪ হাজার মানুষ সরকারি চাকরি পেয়েছেন। অথচ নীতীশজির শাসনে সাড়ে ১৮ লক্ষ মানুষ সরকারি চাকরি পেয়েছেন। পাশাপাশি এক কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে এনডিএ শাসনে। ফলে বিহারের মানুষ জানে একদিনে উন্নয়নমুখী সরকার অন্যদিকে ঘোষণার সরকার। রং চড়ানোর সরকার।”

নির্বাচন উপলক্ষে তেজস্বী যাদব প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের প্রতি পরিবারে একজনকে সরকারি চাকরি দেবেন। এই দাবিকে ভিত্তিহীন বলে জানিয়ে সম্রাট বলেন, “২ কোটি ৭০ লক্ষ মানুষকে সরকারি চাকরি দিতে হলে ১২লক্ষ কোটি টাকা প্রয়োজন। সেখানে বিহারের বাজেট ৩ লক্ষ ১৭ হাজার কোটি। এর মধ্যে ২ লক্ষ কোটির কেশি মোদি সরকার দিয়েছে। আমাদের রাজ্যের সামর্থ্য মাত্র ৭০ হাজার কোটি। এখন ৮৫ হাজার কোটি বেতন বাবদ আমরা দেই যা ২২ লক্ষ কর্মীর বেতন। ফলে ২.৫০ লক্ষ মানুষকে মিথ্যা স্বপ্ন দেখানো হচ্ছে। জীবিকা দিদিদের টাকা দেবে বলছে এর জন্য ৫ লক্ষ কোটি প্রয়োজন। অর্থাৎ ২ প্রকল্পে ১৭ লক্ষ কোটি। কোথা থেকে দেবে। ফলে যে দাবি করা হচ্ছে তার কোনও ভিত্তি নেই।”

উল্লেখ্য, রবিবার তেজস্বী জানিয়েছেন, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে বিহারের পঞ্চায়েতি রাজ স্তরের জনপ্রতিনিধিদের ভাতা দ্বিগুণ করা হবে। পেনশন চালু করা হবে। ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর কথায়, “আমাদের পঞ্চায়েতি রাজ আর গ্রাম কাছারির সদস্যরা দীর্ঘদিন ধরে পেনশনের দাবি জানিয়ে আসছেন। তাঁরা ৫০ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা পাবেন। শুধু তাই নয়, যারা গণবণ্টন ব্যবস্থায় যুক্ত তাঁদের কমিশনও বাড়ানো হবে।” বিহারে ‘জীবিকা দিদি’ হিসেবে যাঁরা কাজ করছেন, তাঁদের চুক্তিভিত্তিক চাকরি পাকা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ঘোষণা করেছেন, জীবিকা মাইনে প্রতি মাসে ৩০ হাজার টাকা করা হবে। এপ্রসঙ্গেই এবার আরজেডিকে নিশানায় নিল বিজেপি।

You might also like!