Life Style News

15 hours ago

Cockroachs: বাড়িতে আরশোলার উপদ্রব? সমাধানের লক্ষ্যে জানুন সহজ ৩টি ঘরোয়া টোটকা!

Cockroach infestation at home
Cockroach infestation at home

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আরশোলা নানান রোগজীবাণু ছড়ায়, তাই এদের থেকে মুক্তি পাওয়া অত্যন্ত জরুরি। কিন্তু অনেকেই তা করতে গিয়ে ব্যবহার করেন বাজারচলতি নানা রাসায়নিক, যা আরশোলার চেয়েও বেশি ক্ষতিকর হতে পারে। তাই রাসায়নিক নয়—ঘরোয়া উপায়েই দূর করুন আরশোলার উপদ্রব। কীভাবে করবেন তা জেনে নিন।

নিমতেল: বাড়ি থেকে আরশোলা দূর করতে ব্যবহার করতে পারেন নিমতেল। একটি স্প্রে বোতলে জল ভরে তাতে বেশ খানিকটা নিমতেল মিশিয়ে নিন। এ বার ঘরের কোনায়, বেসিনে, সিঙ্কে, রান্নাঘরের তাকে রাতে স্প্রে করে রেখে দিন। সকালে উঠে দেখবেন, আরশোলাগুলি মরে পড়ে রয়েছে ঘরের আনাচকানাচে।

লেবু ও মিন্ট অয়েল: একটি বোতলে জলের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে স্প্রে করতে পারেন ঘরের আনাচকানাচে। জলের সঙ্গে মিন্ট অয়েল মিশিয়ে নিলেও কাজ হবে। এই গন্ধ আরশোলা পছন্দ করে না।

বিশেষ তরল: আরশোলা তাড়াতে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন প্রাকৃতিক আরশোলানাশক তরল। একটি পাত্রে বেশ খানিকটা জল গরম করে তাতে এক মুঠো লবঙ্গ দিয়ে মিনিট দশেক ফুটিয়ে নিন। এ বার সেই মিশ্রণে বেকিং সোডা মিশিয়ে দিন ভাল করে। বুদবুদ তৈরি হলে গ্যাস বন্ধ করে দিন। এ বার একটি স্প্রে বোতলে মিশ্রণটি ঢেলে দিয়ে তার মধ্যে ফেলে দিন তেজপাতার কুচি।

You might also like!