লন্ডন, ১৭ মার্চ : অ্যামিরেটস স্টেডিয়ামে রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসিকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। তাতে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান এখন ১২। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করেছিল আর্সেনাল। ২০ মিনিটেই তারা এগিয়ে যায়। মার্টিন ওডেগারের কর্নারে হেডে বল জালে জড়ান স্প্যানিশ মিডফিল্ডার মেরিনো। চেলসি প্রতিপক্ষের মাঠে সবশেষ ৬ ম্যাচের ৪টিতেই হারলো, অন্য দুটি ড্র করেছে।
লিগ টেবিলে শীর্ষস্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ৭০। ২৯ ম্যাচে ১৬ জয় ও ১০ ড্রয়ে আর্সেনালের পয়েন্ট ৫৮। তারা আছে টেবিলের দ্বিতীয় স্থানে। ৫৪ পয়েন্ট নিয়ে নটিংহ্যাম ফরেস্ট আছে তৃতীয় স্থানে। চেলসির পয়েন্ট ৪৯, তারা আছে চতুর্থ স্থানে। আর ৪৮ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি আছে টেবিলের পঞ্চম স্থানে।