পূর্ব মেদিনীপুর : নন্দীগ্রাম দিবসে শহিদ দিবসের মঞ্চ থেকে সিঙ্গুরকে ফ্লপ আন্দোলন বলে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম দিবসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “টাটাকে তাড়িয়েছে, এটা কোনও আন্দোলন নয়। কারও সমর্থন ছিল না। আমরাও যুক্ত হইনি ওই আন্দোলনে।” ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বিরোধী দলনেতা।
শুভেন্দুবাবু বলেন, “এই যে ভোটার তালিকা ধরে ধরে, সিপিএম যা করত, এখানে এখনও সেই ব্যবস্থা চলছে। প্রায় ৪০০-র বেশি মামলা নন্দীগ্রামে, মূলত হিন্দুদের উপর হয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয় যে শহিদদের ত্যাগের স্মৃতির উপর দাঁড়িয়ে এ সব হয়েছে।”
শুভেন্দুবাবু বলেন, ‘১১-র আগেও যেভাবে নন্দীগ্রামের জনগণ মিথ্যা মামলায় জর্জরিত হত, এখনও তিন মাসের বেশি চন্দন দাস, রাজকুমার মণ্ডলদের মতো অনেকেই…যে কোনও মৃত্যু দুঃখজনক। সেই মৃত্যুর সঙ্গে যাঁরা যুক্ত তাদের যাবজ্জীবন হোক। আমাদের কোনও আপত্তি নেই। এসবে নেই আমরা। সনাতনীদের শরীরে এসব রক্ত নেই।”
শুভেন্দুবাবু বলেন, “এই ১৪ মার্চ বদলে দেওয়া যায় না। বশ্যতা বিরোধী সংগ্রামের একটি ঐতিহাসিক দিন। শাসক সংবিধান রক্ষা করার পরিবর্তে যেভাবে তার ক্যাডার এবং পুলিশকে দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস করেছিল, সেই ক্ষত-বিক্ষত এখানে চারিদিকে ছড়িয়ে আছে।
একটি পুরো পুরুষশূন্য গ্রামের সমস্ত মহিলাকে শরীরিকভাবে অত্যাচার করা হয়েছিল।” প্রসঙ্গত, ১৭ বছর আগে, এই দিনেই পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল ১৪ জনের।
বিরোধী দলনেতা বলেন, “আন্দোলনের সঙ্গে যাঁরা ছিলেন, তাঁরা যে দলই করুন না কেন তাঁদেরও অনুরোধ, আজকের দিনে সবাই মিলে আসুন। এখানে রাজনীতির কোনও জায়গা নেই। শাসক বদলেছে, কিন্তু ব্যবস্থা বদলায়নি। ‘