Game

2 hours ago

Indian movie 'Robin Hood' David Warner: ভারতীয় সিনেমা ‘রবিনহুডে’ ডেভিড ওয়ার্নার

Indian movie 'Robin Hood' David Warner
Indian movie 'Robin Hood' David Warner

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: চলচ্চিত্রের জগতে পা রাখছেন ডেভিড ওয়ার্নার। ভারতের তেলুগু সিনেমা ‘রবিনহুড’ দিয়ে রুপালি পর্দায় অভিষেক হচ্ছে তাঁর। তাঁর ছবি সম্বলিত একটি পোস্টার প্রকাশ করেছে সিনেমাটির প্রস্তুতকারী কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যানকে স্বাগত জানিয়ে সেখানে লেখা, বাউন্ডারি থেকে বক্স অফিস, ভারতীয় সিনেমায় ডেভিড ওয়ার্নারকে স্বাগতম।

পোস্টারটি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্টটি শেয়ার দিয়ে ওয়ার্নার লিখেছেন, ভারতীয় সিনেমা রবিনহুডে অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। সিনেমাটির শুটিং অনেক উপভোগ করেছি।

সিনেমাটি মুক্তি পাবে ২৮ মার্চ। সিনেমার ‘ক্যামিও রোলে’ দেখা যাবে ওয়ার্নারকে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন তেলুগু নায়ক নিতিন। প্রধান অভিনেত্রী শ্রীলিলা। সিনেমার পরিচালক ভেঙ্কি কুদুমুলার।

You might also like!