নয়াদিল্লি, ১৩ আগস্ট : স্বাধীন সংস্থা হিসেবে সংবিধান দ্বারা প্রতিষ্ঠিত ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-র শতবর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে বর্ষব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করছে। ১ অক্টোবর থেকে এই শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের সূচনা হবে। ইউপিএসসি-র চেয়ারম্যান অজয় কুমারের পৌরোহিত্যে সাম্প্রতিক এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।
পিআইবি-র তরফে জানানো হয়েছে, "এই উদযাপন অনুষ্ঠানের অঙ্গ হিসেবে রাষ্ট্রের সেবায় কমিশনের ভূমিকা নিয়ে একটি প্রতীকী লোগো এবং ট্যাগলাইন প্রকাশের পরিকল্পনা রয়েছে। এছাড়াও শতবর্ষে কমিশনের পক্ষ থেকে নানা নতুন উদ্যোগ এবং সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানের প্রস্তুতি উপলক্ষে অজয় কুমার জানিয়েছেন, শতবর্ষ উদযাপনের অনুষ্ঠান সূচির তালিকা তৈরি হয়েছে। সেইসঙ্গে কর্মচারীদেরও বিভিন্ন পরামর্শ ও উপদেশ চাওয়া হচ্ছে। তিনি আরও বলেন, এই শতবর্ষ উদযাপন অনুষ্ঠান সংস্থার ঐতিহ্যের দিকে ফিরে তাকানোর এক সুযোগ। সেইসঙ্গে দেশ গঠনের কাজে শ্রেষ্ঠ মানব সম্পদকে যুক্ত করতে আরও কি জাতীয় প্রয়াস নেওয়া জরুরি, সে ব্যাপারেও চিন্তা-ভাবনারও সুযোগ রয়েছে। ইউপিএসসি-র মর্যাদাকে আগামী একশো বছরের জন্য এগিয়ে নিয়ে যেতে একটি দিশা নির্দেশ তৈরিরও এটি এক সুবর্ণ সুযোগ বলে তিনি জানিয়েছেন।