নয়াদিল্লি, ১৫ আগস্ট : স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেরঙ্গা পতাকায় সেজে উঠেছে গোটা দেশ। শুক্রবার লালকেল্লায় গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। তার আগে এদিন সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। তারপর তিনি আসেন লালকেল্লায়। সেখানে তাঁকে স্বাগত জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ বাকিরা।
সংবিধান নির্মাতাদের প্রণাম জানান প্রধানমন্ত্রী। বক্তৃতার শুরুতেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম উল্লেখ করেন নরেন্দ্র মোদী।