Life Style News

5 hours ago

Rough & Frizz Hair: চুল রুক্ষ হয়ে যাওয়ার সমস্যায় ভুক্তভোগী? ঘরোয়া কিছু উপাদানই প্রতিকারের মোক্ষম কৌশল!

Rough & Frizz Hair
Rough & Frizz Hair

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কথায় কথায় চুল রূক্ষ হয়ে যাওয়ার সমস্যা কমবেশি অনেকেরই। দৈনন্দিন কাজ কিংবা অফিস সবের উদ্দেশ্যেই প্রতিনিয়ত রাস্তায় বেরোতে হয় আর বাইরে অতিরিক্ত দূষণের কারণে ধীরে ধীরে চুল রূক্ষ হতে থাকে। বিভিন্ন সময় নানান ক্ষতিকর রাসায়নিক পদার্থ চুলে ব্যবহার করলে চুলের রূক্ষতা দেখা যায়। তবে এমতাবস্থায় চুলের জন্য বিশেষ যত্নের প্রয়োজন আবশ্যক। এইসময় তেল মালিশের পাশাপাশি রুক্ষ এবং ক্ষতিগ্রস্ত চুলের জেল্লা ফেরাতে পারে বিশেষ মাস্ক। ঘরোয়া কিছু উপাদান দিয়েই চটজলদি বানিয়ে ফেলুন মাস্ক। 

১। নারেকেলের দুধের মাস্ক: চুল অত্যন্ত রুক্ষ হয়ে গেলেও তাকে বশে আনতে পারে নারকেলের দুধ। রকমারি ভিটামিন, খনিজ, ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টি-অক্সিড্যান্ট পাওয়া যায় এতে। চুল নরম, মসৃণ করতে নারকেলের দুধ অত্যন্ত কার্যকর। ৪ টেবিল চামচ নারকেলের দুধের সঙ্গে ১ টেবিল চামচ অলিভ অয়েল বা নারকেল তেল এবং ১ চা চামচ মধু মিশিয়ে মাস্ক বানিয়ে নিন। পরিষ্কার চুলে মিনিট ২০ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। এক বার ব্যবহারেই তফাত বোঝা যাবে।

২। অ্যাপেল সাইডার ভিনিগার: মাথার ত্বক পরিষ্কার রাখতে, চুলের যত্নে অ্যাপেল সাইডার ভিনিগারও উপকারী। বিশেষত খুশকির সমস্যায় এটি কার্যকর। মাথার ত্বকে অনেক সময় ধুলোবালি জমে থাকলে, তা চুলের পক্ষে ক্ষতিকর হয়ে উঠতে পারে। অ্যাপেল সাইডার ভিনিগার মাথার ত্বক পরিষ্কার রাখার পাশাপাশি চুলে আর্দ্রতা জোগায়। দেড় চামচ অ্যাপেল সাইডার ভিনিগার, ২ টেবিল চামচ মধু, ১ চা চামচ অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি ভিজে চুলে ২০ মিনিট লাগিয়ে রাখুন। তার পর শ্যাম্পু করে নিন।

৩। কলা, অলিভ অয়েল, মধুর মাস্ক: চুলের রুক্ষ ভাব দূর করতে কলাও মাখা যায়। পটাশিয়াম এবং অন্যান্য ভিটামিন, খনিজে ভরপুর কলা চুলের জেল্লা ফেরাতে সহায়ক। ১টি পাকা কাঁঠালি কলা চটকে নিন। কোনও দলা যেন না থাকে।তার সঙ্গে ১ টেবিল চামচ অলিভ অয়েল বা এক চা-চামচ মধু মিশিয়ে নিন। মধু এবং অলিভ অয়েল চুলে আর্দ্রতা জোগাতে এবং তা ধরে রাখতে সাহায্য করে। মাথায় মাস্কটি ১৫-২০ মিনিট রাখলেই যথেষ্ট। তবে চুল খুব ভালো করে ধুয়ে শ্যাম্পু মেখে নিন। কলা, তেল চুলে লেগে থাকলে সেটিও ক্ষতির কারণ হতে পারে।

You might also like!