Game

6 hours ago

EFL Cup: ইএফএল কাপ, আর্সেনাল ও চেলসি জয়, লিভারপুলের বিদায়

EFL Cup
EFL Cup

 

লন্ডন, ৩০ অক্টোবর : ইংল্যান্ডের ঘরোয়া লিগ কাপের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিল লিভারপুল ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে। এদিকে জয় পেয়ে শেষ আটে উঠেছে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি ও চেলসি। লিভারপুলের লিগে টানা চার হারের পর এবার ঘরোয়া টুর্নামেন্টের শেষ ষোলো থেকে বিদায় নিল তাঁরা। ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসকে আতিথ্য দিয়েছিল অল রেডরা। প্যালেসের কাছে ৩-০ গোলে হেরে যায় তাঁরা। প্যালেসের হয়ে গোল করেন ইসমাইলা সার আর ইয়েরেমি পিনো।

এদিকে ব্রাইটনকে ২-০ গোলে হারিয়ে শেষ আটে গেছে আর্সেনাল। গানারদের হয়ে গোল করেছেন বুকায়ো সাকা এবং এনওয়ারি। আর ঘরের মাঠে ওলভসকে ৪-৩ গোলে হারিয়েছে চেলসি। এদিকে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটিও। সোয়ানসি সিটিকে ৩-১ গোলে হারিয়েছে তাঁরা । সিটিজেনদের হয়ে গোল করেছেন চেরকি, মারমুশ এবং ডকু।

শেষ আটের ফিক্সচার:

**কার্ডিফ বনাম চেলসি

**ব্রেন্টফোর্ড বনাম ম্যানচেস্টার সিটি

**ফুলহ্যাম বনাম নিউক্যাসল

**আর্সেনাল বনাম ক্রিস্টাল প্যালেস

You might also like!