Country

6 hours ago

Anubrata Mandal: SIR ইস্যুতে অনুব্রতর হঠাৎ নীরবতা! নাকি 'সমস্যা নেই' বলে অন্য বার্তা দিলেন কেষ্ট?

Anubrata Mandal
Anubrata Mandal

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:এসআইআর (SIR) ইস্যু নিয়ে যখন গোটা দেশ সরগরম, তখনই তৃণমূলের দুই প্রভাবশালী নেতার বিপরীত মন্তব্য জল্পনা বাড়াল।অন্যদিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে, বাংলায় একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে তাঁরা দিল্লির নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করবেন।তবে তারই মাঝে, সম্পূর্ণ উল্টো সুর শোনা গেল অনুব্রত মণ্ডলের কথায়।গত মঙ্গলবার তিনি বলেন, “SIR চালু হোক না। কোনও সমস্যা নেই।” অথচ এই অনুব্রত মণ্ডলই কিনা সাম্প্রতিক অতীতে সম্পূর্ণ বিপরীত কথা বলেন। তিনি সেই সময় দাবি করেছিলেন, “কারও ক্ষমতা নেই ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়। উড়ে এসে জুড়ে বসেননি। বাংলাদেশ থেকে আসেননি। নাম বাদ দেওয়ার ক্ষমতা নই বিজেপি সরকারের।” কেন আচমকা এমন অবস্থান পরিবর্তন তা নিয়ে স্বাভাবিকভাবে নানা মহলে চলছে জোর চর্চা।

তবে একা অনুব্রত নন। এর আগে তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায়, ‘বিতর্কিত’ নেতা হুমায়ুন কবীরের মুখেও একই কথা শোনা গিয়েছে। সৌগত রায়ের দাবি, “SIR হল ভোটার তালিকা সংশোধন। তা নিয়ে কারও কোনও আপত্তি থাকতে পারে না।” আবার হুমায়ুন কবীর বলেন, “১২টা রাজ্যে হচ্ছে। আমাদের আপত্তির কী আছে? করুক এসআইআর। ভালোভাবে হোক। প্রকৃত ভোটার যেন বাদ না যায়। বৈধ ভোটার বাদ গেলে যেই অফিসার থাক তাঁকে কিন্তু আমরা ঘিরব।” প্রসঙ্গত, গত মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে SIR। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলায় SIR করা হচ্ছে বলেই দাবি তৃণমূলের। তারই মাঝে দলের তিন হেভিওয়েট নেতার এহেন মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা।

You might also like!