
নিউইয়র্ক, ২৫ অক্টোবর : রাষ্ট্রসঙ্ঘে ফের পাকিস্তানকে বিঁধল ভারত। রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বথানেনী হরিশ পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন "অবৈধভাবে দখলকৃত অঞ্চলগুলিতে" গুরুতর এবং চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধ করে, বিশেষ করে জম্মু ও কাশ্মীরে। তিনি বলেন, পাকিস্তানের উচিত চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধ করা। তিনি জম্মু ও কাশ্মীরকে ভারতের "অবিচ্ছেদ্য অংশ" বলে অভিহিত করেছেন। শুক্রবার (স্থানীয় সময়) ৮০-তম রাষ্ট্রসঙ্ঘ দিবসে আয়োজিত উন্মুক্ত বিতর্কে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখার সময় পি হরিশ বলেন, "আমরা পাকিস্তানের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা অবৈধভাবে দখলকৃত অঞ্চলগুলিতে গুরুতর এবং চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধ করুক, যেখানে জনগণ পাকিস্তানের সামরিক দখলদারিত্ব, দমন-পীড়ন, বর্বরতা এবং সম্পদের অবৈধ শোষণের বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহ করছে।"
